সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশি ৫১টি ছিটমহলে একসঙ্গে উড়লো ভারতীয় পতাকা

বাংলাদেশি ৫১টি ছিটমহলে একসঙ্গে উড়লো ভারতীয় পতাকা

সারা ভারতের মতোই এ বছর উৎসবমুখর পরিবেশে ভারতের অভ্যনত্মরে অবস্থিত ৫১টি বাংলাদেশী ছিটমহলে উদযাপন করা হলো প্রজাতন্ত্র দিবস।

দিবসটি উপলক্ষে প্রত্যেকটি ছিটমহলে ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে উত্তোলন করা হলো ভারতের জাতীয় পতাকা। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আয়োজনে দীর্ঘ ৬৭ বছর পর এবারই প্রথম ভারতের পশ্চিমবঙ্গের সর্বপ্রান্তের জেলা কোচবিহারের দিনহাটার অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশি এসব ছিটমহলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো।

পুহাতুরকুটি, মশালডাঙ্গা, বাকালিরছড়া, বাত্রিগছ, কড়লা ও শিবপ্রসাদ ছাড়াও ১০টি ছিটমহলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্রীড়ানুষ্ঠান, আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির সহ সম্পাদক দিপ্তিমান সেনগুপ্ত মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে আমনি্ত্রত গণমাধ্যম কর্মী, রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ছাড়াও কোচবিহার এবং কোলকাতা থেকে আগত গণমাধ্যম ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধিত করার পাশাপাশি দীর্ঘ ৬৭ বছর ধরে নাগরিকত্বের দাবিতে আন্দোলনরত ছিটমহলের কয়েকজন প্রবীণ ব্যাক্তিকেও সংবর্ধনা প্রদান করা হয়।

বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন   


 

সর্বশেষ খবর