সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ফেনীতে ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলার দ্বায় স্বীকার

ফেনীতে ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলার দ্বায় স্বীকার

ফেনীতে ম্যাজিস্ট্রেট ও দুই শিক্ষার্থীর ওপর বোমা হামলায় দ্বায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে পেট্রলবোমাসহ আটক যুবদলকর্মী মো. আজিম ওরফে বোমা আজিম।

সোমবার সন্ধ্যায় ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী ও খাইরুল আমিনের আদালতে সে স্বীকবারোক্তি মুলক জবানবন্দি দেয়।

পুলিশ জানায়, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদির মিয়া ও দুই স্কুল শিক্ষার্থীর ওপর বোমা হামলাসহ ৭টি নাশকতার মামলার আসামী বোমা আজিমকে সোমবার দুপুরে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী ও খাইরুল আমিনের আদালতে হাজির করে জবানবন্দি নেয়া হয়। বোমা আজিম নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুল কাদির ও দুই স্কুল শিক্ষার্থীর ওপর বোমা হামলার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আড্ডা বাড়ি এলাকা থেকে ৭টি পেট্রলবোমা ও একটি ককটেলসহ যুবদল কর্মী মোহাম্মদ আজিম ওরফে বোমা আজিমকে আটক করে পুলিশ।

বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন   

সর্বশেষ খবর