শিরোনাম
সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ঝালকাঠিতে বিএনপির সেক্রেটারিসহ ১৫ জনের নামে মামলা

ঝালকাঠিতে বিএনপির সেক্রেটারিসহ ১৫ জনের নামে মামলা

গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ ১৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক মো. আশিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ মামলার অপর আসামিরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, পৌর জামায়াতের আমির ফারুক খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূপুরের ছেলে হিমেল, জেলা যুবদলের সাধারন সম্পাদক শামিম তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক সরদার সাফায়েত, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু  যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান, গিয়াস, জামায়াত কর্মি আ. হাই, জেলা শিবির সেক্রেটারী তালহা বশির, শিবির নেতা আল মামুন ও কাসেম।

ঝালকাঠি থানার ওসি শীলমণি চাকমা জানান, রবিবার রাতে ঝালকাঠি বাসস্ট্যান্ডে রংধনু নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার তিনজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর