মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুমিল্লায় হরতাল

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুমিল্লায় হরতাল

কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে কুমিল্লায় ৩৬ ঘন্টার হরতাল আহবান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ২০ দল। আজ বিকালে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, কাভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনায় রবিবার রাতে হুকুমের আসামি করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মিথ্যা মামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘন্টার হরতাল আহবান করেছে দক্ষিণ জেলা ২০ দল।

উল্লেখ্য, গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীর নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার।  

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় একদল যুবক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করে। এ সময় তারা চট্টগ্রামগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে।

বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ












 

সর্বশেষ খবর