মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

গাইবান্ধায় চরের জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

গাইবান্ধায় চরের জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রতীকী ছবি

তিস্তা নদীর জেগে ওঠা চরের জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দু’টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মিন্টু’র চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিন্টু’র চরের ৭শ বিঘা জমি দখল নিয়ে কাপাসিয়া গ্রামের মিন্টু মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই জমিতে ডাল, সরিষা, তিশি, কুমড়া, পিয়াজ, ভুট্টা ও আলুসহ বিভিন্ন সবজি চাষ করেন মিন্টু মিয়া।

দুপুর ২টার দিকে আবুল হোসনের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে চরে রোপণকরা সবজিগুলো নষ্ট করতে থাকে।

এসময় মিন্টু মিয়ার লোকজন বাঁধা দিলে উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের   অন্তত ২০জন আহত হয়েছেন। পরে মিন্টু মিয়ার লোকজন প্রতিপক্ষের দু’টি বাড়িতে আগুন দেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে মিন্টু মিয়া, আবুল হোসেন, ফয়জার রহমান, বক্তার মিয়া, এমদাদুল হক, শহিদুল ইসলাম, আজিজুল হক, এনামুল মিয়া, সরুজ্জামান ও বাবলু মিয়ার নাম জানা গেছে। তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন   

সর্বশেষ খবর