বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সাভারে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৬০

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৬০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোহালিায় বাজারে পাওনা টাকা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে চলে এ সংঘর্ষে আহত হয়েছেন ৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। একই ঘটনায় মঙ্গলবার রাতে সংঘর্ষে আহত হয়েছিলেন ২৫ জন। আহতদের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে পাওনা টাকা নিয়ে রাজনপুর গ্রামের তাজির উদ্দিন ও কাঞ্চনপুরের করনেল আলীর মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে রাতেই দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনার জের ধরে গতকাল ভোরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে নামে দুই গ্রামের সহস্রাধিক মানুষ। দোয়ারাবাজার থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সাভার প্রতিনিধি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ  করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময় ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শাকিল (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় এনাম হাসপাতালে ভর্তি করা  বুধবার দুপুরে থানা রোডে এনাম মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে,  এনাম মেডিকেল কলেজের পাশে বিআরটিএ’র ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আধিপত্য বিস্তারকে কেন্দ  করে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াকিন ইয়াছার গ্রুপের সঙ্গে উপজেলা ছাত্রলীগ নেতা আতিক গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে আতিক গ্রুপের শাকিলকে মারধর করে ইয়াকিন গ্রুপের নাজমুল। এ খবর ছড়িয়ে পড়লে আতিক লোকজন নিয়ে ইয়াকিন গ্রুপের কর্মীদের ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষ গুলি ছুড়লে কমপক্ষে ১০ জন আহত হন। কলাপাড়ায় মহিলাসহ আহত ১০ : কলাপাড়া প্রতিনিধি জানান, পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ  করে একই এলাকার দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে।

সর্বশেষ খবর