বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মৎস্য ব্যবসায়ী-জেলেরা বিপাকে

মৎস্য ব্যবসায়ী-জেলেরা বিপাকে

কলাপাড়ার আলীপুর-মহীপুরের ফাঁকা মৎস্যবন্দর -বাংলাদেশ প্রতিদিন

পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য ব্যবসায়ী ও জেলেরা বিপাকে পড়েছেন। টানা অবরোধ ও হরতালের কারণে পরিবহন সংকটে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা। উপজেলার মৎস্য বন্দর আলীপুর-মহিপুরে আড়ত মালিকরা ঢাকাসহ বিভিন্ন মোকামে মাছ বিক্রি করতে পারছেন না। একই অবস্থায় পড়েছে কুয়াকাটার শুঁটকি ব্যবসায়ীরা। অবরোধ-হরতালে শুঁটকি পল্লীগুলোতে বেচা-বিক্রি একবারেই থেমে গেছে। এদিকে সাগরে মাছ শিকার করে অধিকাংশ ট্রলারের জেলেরা লোকসান কমাতে আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। মৎস্য বন্দর মহিপুরের মেসার্স সোলায়মান ফিশ মৎস্য আড়তের মালিক মো. ছগির খলিফা জানান, পরিবহন না থাকার কারণে এখন মোকামে মাছ পাঠাতে পারছি না। তাই অনেকেই মাছ কেনা বন্ধ রেখেছেন। এ অবস্থায় পিকআপ-ট্রাক মালিকরাও ভয়ে তাদের গাড়ি লং রুটে পাঠাতে ভয় পাচ্ছেন।

 

 

সর্বশেষ খবর