বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

হরিণাকুণ্ডু থানার ওসি এসআইর বিরুদ্ধে অপহরণ মামলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর ও এসআই ফারুক হোসেনসহ আটজনের বিরুদ্ধে গৃহবধূকে অপহরণের অভিযোগে আদালতে দুটি মামলা হয়েছে। উপজেলার আড়–য়াকান্দি গ্রামের তানভীর আহম্মেদ গতকাল ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। দুটি মামলার অন্য আসামিরা হলেন, আবদুর রউফ, নোমান, বাচ্চু ও তিন পুলিশ সদস্য। আদালত অভিযোগ আমলে নিয়ে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার সদর সার্কেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী তানভীর আহম্মেদ স্ত্রীকে নিয়ে গত রবিবার নিকটাত্মীয় রফিকুল ইসলামের বাড়ি যান। আসামিরা যোগসাজশে ওই বাড়ি থেকে বাদীর স্ত্রীকে অপহরণ করেন। এ সময় বাধা দিলে তারা খুন জখমের ভয় দেখান। বাদী অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, প্রধান আসামি হরিণাকুণ্ড থানার ওসি তার স্ত্রীকে অন্যজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য জোর করে তুলে এনে তিন নম্বর আসামি রউফের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যাসহ বিভিন্ন মামলা দিয়ে ক্রসফায়ারের হুমকি দেন ওসি।

সর্বশেষ খবর