শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
অভিযান ও জরিমানা আতঙ্ক

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আতঙ্কে গতকাল দুই ঘণ্টা শহরের সব দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। দুপুরে জেলা প্রশাসক একেএম টিপু সুলতানসহ তার কার্যালয়ের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় চারটি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শহরের উত্তর তেমুহনী এলাকায় হঠাৎ জেলা প্রশাসকের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, শিরিন সুলতানা ও উম্মে কুলসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক পৌর শহরের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী বলেন, টানা হরতাল-অবরোধে মালামাল আনা নেওয়া করতে না পারায় অনেক পণ্য মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। তাই সবাই আতঙ্কে দোকান বন্ধ করে রেখেছেন।

সর্বশেষ খবর