শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

তিন জেলায় সংঘর্ষ গুলি ভাঙচুর লুটপাট

* আধিপত্য বিস্তার * উত্ত্যক্তের জের * জমি নিয়ে বিরোধ

নড়াইলের লোহাগড়া উপজেলার নোওয়াপাড়ায় এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ১৮ বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। কুপিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের হাতের কব্জি। আহতদের লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার লক্ষ্মীপাশা ইউপির নোওয়াপাড়া গ্রামের সাখায়াত হোসেন ছকু গ্রুপের সঙ্গে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সাহিদুল গ্রুপের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ছকু গ্রুপের নুর মোহাম্মাদের নেতৃত্বে ২০/২৫ জন সাহিদুলের বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহিদুলের ডান হাতের কব্জি কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও লুটপাট করা হয় ১৮টি বাড়িতে। ভাঙ্গায় সংঘর্ষ গুলি : ভাঙ্গা প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গার একটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে শিক্ষার্থীদের অনুশীলন চলাকালে বখাটেরা মেয়েদের দৃশ্য ধারণ করে। এ নিয়ে গতকাল উপজেলার হামিরদী ও গজারিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৩৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ নিয়ে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। হবিগঞ্জের আহত ১০ : হবিগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার শিকারপুরে জমি বিরোধের জের ধরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিকারপুর গ্রামে একটি জমি নিয়ে আব্দুল মোতালিবের সঙ্গে আবুল ফজলের বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে মোতালিব মিয়ার ছেলে কাউয়ুমসহ কয়েকজন কাজ করতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর