শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জিসানের লাশ কবর থেকে তুলে মায়ের কাছে হস্তান্তর

জিসানের লাশ কবর থেকে তুলে মায়ের কাছে হস্তান্তর

বাবার ছবি হাতে জিসানের মেয়ে

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত লক্ষ্মীপুরের সাবেক ছাত্রদল নেতা সোলাইমান উদ্দিন জিসানের (৩৫) লাশ কুমিল্লার টিক্কারচর গোরস্থান থেকে তুলে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে সাত দিন পর গতকাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিসানের একমাত্র মেয়ে ফারিয়া আক্তার (৯), জেঠাতো ভাই নজরুল ইসলামসহ স্বজনরা। পরে মরদেহ অ্যাম্বুলেন্সে লক্ষ্মীপুরের সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। জিসান ওই গ্রামের মৃত আবু বক্করের ছেলে ও জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক ছিলেন। জিসানের মা ফাতেমার অভিযোগ, জিসান ছাত্রদলের রাজনীতি করতেন। রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে ৪৪টি মামলা করা হয়। র‌্যাব তাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলে। তিনি আরো জানান, জিসানের নিহতের ঘটনা শুনে পারিবারিকভাবে এবং জিসানের পূর্ব-ইচ্ছানুযায়ী মসজিদের পাশে তার লাশ দাফনের জন্য কবর খোঁড়া হয়। পরদিন খবর আসে লাশ কুমিল্লার টিক্কারচরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, কোনো ব্যক্তির পরিচয় নিহতের একদিনের মধ্যে পাওয়া না গেলে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। জিসানের পরিবারের ইচ্ছাতে আবার তার লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। কুমিল্লার দাউদকান্দির পুটিয়ায় ২২ জানুয়ারি রাতে 'বন্দুকযুদ্ধে' নিহত হন লক্ষ্মীপুরের জিসান বাহিনীর প্রধান সোলাইমান উদ্দিন জিসান।

 

 

সর্বশেষ খবর