শিরোনাম
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে গাইবান্ধার হাজারো মানুষ

সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে গাইবান্ধার হাজারো মানুষ

গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

দেশব্যাপী চলমান ‘সন্ত্রাস-সহিংসতার’ প্রতিবাদে গতকাল গাইবান্ধায় মানববন্ধন করেছেন হাজারো মানুষ। এছাড়া একই দাবিতে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সধারণ মানুষ।
গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে একত্রিত হয়েছেন হাজারো জনতা। গতকাল স্থানীয় চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক ও পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। উপজেলা ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য  দেন তোফাজ্জল হোসেন সরকার, আবু বক্কর প্রধান, নূরুজ্জামান প্রধান, একরাম হোসেন বাদল প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ : স্থানীয় শহীদ সাটুহলের সামনে সকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন, অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, অ্যাড. আলী আওয়াল বাউল প্রমুখ। বরিশাল : শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের শিক্ষা জীবনরক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে বক্তব্য দেন ইমরান হাবিব রুমন, ডা. মনিষা চক্রবর্তী, এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান প্রমুখ। নাটোরে : হরতালবিরোধী মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন, অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ। মানিকগঞ্জ : জেলা ছাত্রলীগ  মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. সাখাওয়াত হোসেন, মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর