শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বগুড়া থেকে দিনে চলবে দূরপাল্লার যানবাহন

বগুড়া থেকে দিনে চলবে দূরপাল্লার যানবাহন

বগুড়া শহর থেকে রাতের পরিবর্তে দিনের বেলা দূরপাল্লার যানবাহন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। বগুড়া জেলার বাস, ট্রাক ও সিএনজি মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে বৈঠকে বগুড়া জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সিএনজি চালিত অটো টেম্পো মালিক সমিতির সভাপতি আলহাজ্জ শেখসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান,  মহাসড়কের বিভিন্ন ঝুকিপূর্ণ ও গুর’ত্বপূর্ণ স্থানসহ সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ও বাইপাস মোড়ে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও মালিক-শ্রমিকদের নিজস্ব লোক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর