শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিদেশি নাগরিকের লুট হওয়া টাকা উদ্ধার হয়নি

বিদেশি নাগরিকের লুট হওয়া টাকা উদ্ধার হয়নি

কুমিল্লায় বিদেশি নাগরিকের লুট হওয়া ৩১ লাখ টাকা শুক্রবার বিকাল পর্যন্ত উদ্ধার হয়নি, গ্রেফতার হয়নি কোনো আসামি। কুমিল্লা ইপিজেডে তাইওয়ানের ইয়াগোটেক্স ফেব্রিক্স নামের শিল্পপ্রতিষ্ঠানের এমডি হুয়াংজুন ইউকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩১ লাখ টাকা ছিনতাই করে এক ছাত্রলীগ নেতা। এ বিষয়ে হুয়াংজুন ইউ বাদী হয়ে মহানগরীর টমছমব্রিজ এলাকার এএইচএম মহিউদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা সোহেল ইবনে মহিউদ্দিনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে বুধবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার অভিযোগ ও পুলিশ সূত্র জানায়, কুমিল্লা ইপিজেডে তাইওয়ানের ইয়াগোটেক্স ফেব্রিঙ্ কোম্পানির এমডি হুয়াংজুন ইউ কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেটের বাসা থেকে গত বুধবার দুপুরে সোহেল ইবনে মহিউদ্দিনের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। একপর্যায়ে তাকে কোম্পানির প্রাইম ব্যাংক কুমিল্লা শাখার হিসাবের চেক (নং- ৩৪০৩)-এ ২৩ লাখ টাকা লিখিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে, এছাড়া বাসায় থাকা নগদ ৮ লাখ টাকাসহ মোট ৩১ লাখ টাকা লুটে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবির এসআই ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় সোহেলের স্ত্রী দিপ্তীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশ, র্যাবের একাধিক টিম কাজ করছে। কুমিল্লা ইপিজেডের জিএম আবদুস সোবহান জানান, টাকা উদ্ধারে জোর চলছে।

 

সর্বশেষ খবর