রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

টাঙ্গাইলে চলছে ঢিলেঢালা হরতাল

টাঙ্গাইলে চলছে ঢিলেঢালা হরতাল

বিএনপিসহ ২০ দলীয় জোটের টানা অবরোধ ও ৭২ ঘন্টা হরতাল টাঙ্গাইলে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকাল থেকে রাস্তায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের দেখা মেলেনি।

আজ রবিবার হরতাল অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং বা কোন মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। তবে সকাল থেকেই শহরের দোকানপাট খুলতে শুরু করেছে। শহরে অটোরিকসা ও টেম্পু চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস আদালত ও স্কুল কলেজ খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বিএনপির নেতাকর্মীরা কোথাও দাঁড়াতে না পারলেও এক এক করে টাঙ্গাইল প্রেসক্লাব কমিনিউটি সেন্টারে জড়ো হতে দেখা গেছে।

সেখানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি নেতাকর্মীদের দেখা গেছে।
এদিকে বঙ্গবন্ধু সেতু হয়ে কিছু কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে।

 

বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর