শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল ছয়জনের

কুমিল্লা, সিলেট, মুন্সীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
কুমিল্লায় নারী : কুমিল্লার চান্দিনায় বাসচাপায় সিএনজি অটোরিকশার অজ্ঞাত পরিচয়ের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অপর ২ জন আহত হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট ও মুন্সীগঞ্জে যুবক : সিলেটে বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত নাসির আহমদ (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পরেরপার  গ্রামের আতাউর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে যাত্রীবোঝাই বাসের চাপায়     অজ্ঞাত পরিচয়ের পথচারী এক যুবক   নিহত হয়েছে।
বড়াইগ্রামে বৃদ্ধ : বড়াইগ্রাম উপজেলায় বৃহস্পতিবার বাসচাপায় মুনছের আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। পাবনা-নাটোর মহাসড়কের গোধড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুনছের আলী উপজেলার মাধাইমুড়ি গ্রামের মৃত গোলাপ প্রামাণিকের ছেলে।
সোনারগাঁরয়ে নছিমন চালক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মালবাহী নছিমন খাদে পড়ে চালক ইলিয়াস মিয়া নিহত হয়েছেন।নিহত ইলিয়াস পিরোজপুর ইউনিয়নের পাঁচকানির কান্দি গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
লালমনিরহাটে মোটরসাইকেল আরোহী : সদর উপজেলার এয়ারপোর্ট রোডে মনির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গী আবুল কালাম আজাদ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর