শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মিল্কভিটার প্রধান ফটকে বিক্ষোভ, ঢাকায় দুধ সরবরাহ বন্ধ

চাকুরী ফিরে পাবার দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্ক ভিটা কারখানার প্রধান ফটকে অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাটাইকৃত শ্রমিকরা। একই দাবিতে দুই দিন ধরে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অতিরিক্ত জনবল বিবেচিত হওয়ায় মিল্ক ভিটা কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৪০০ শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করে। পরে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি করলে দেড় বছর আগে ৭৬ জনকে পুনর্বহাল করা হয়। বাঘাবাড়ি মিল্কভিটার ম্যানেজার ইদ্রিস আলী জানান, আন্দোলনকারীদের বাধার মুখে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ রয়েছে। তবে মিলের প্রোডাকশন চলছে। দুধ সংগ্রহের সময় কোনো বাধার ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাসিব খান তরুণের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

 

সর্বশেষ খবর