শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রূপগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ চার অটোযাত্রী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় শিশুসহ চার অটোযাত্রী নিহত হয়েছেন। এছাড়া বগুড়ার নন্দীগ্রামে দুই অটোযাত্রী, বরিশালের হিজলায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি এবং রাজশাহীর বাঘায় পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে আহত হয়েছেন ১৩ জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। হতাহত সবাই স্থানীয় ইটভাটার শ্রমিক। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার  কর্ণগোপ এলাকায় ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার আব্দুল কাদের মিয়া, আহত সেন্টু মিয়ার সন্তান লিমন (২), একই এলাকার আকলিমা বেগম ও  কুমিল্লার দাউদকান্দির অটোরিকশা চালক মোজাম্মেল হোসেন। আহত সেন্টু মিয়া, সুইটি আক্তার শিশু শরীফ মিয়াসহ চারজনকে  মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নিজ গ্রামের বাড়ী করিমগঞ্জের কান্দাইলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নন্দীগ্রামে দুই অটো যাত্রী :  বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়ার ঘুটিপাড়া গ্রামের নুর ইসলাম ও বগুড়ার শাজাহানপুরের গয়নাকুড়ি গ্রামের মিঠু মিয়া। এ ঘটনায় আহত অটো-চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে তাৎক্ষনিকভাবে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালে শিশু ও মোটরসাইকেল আরোহী : বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বড় ব্রিজ এলাকায় পিকাপের চাকায় পিষ্ট হয়ে তাসলিমা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। অপরদিকে গৌরনদীতে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার সকাল সাড়ে ১০ দিকে এই দুর্ঘটনার পর ঘাতক পিকাপ এবং এর চালককে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর