শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে শুক্রবার ভোরে শ্যামল চন্দ্র নামে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শ্যামল উপজেলার নাওডাঙ্গা গ্রামের জগদীশ চন্দে র ছেলে ও তিন সন্তানের জনক। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে পত্র দিয়েছে বিজিবি। এছাড়া নিহতের বাড়িতে চলছে আহাজারি। বালারহাট বিজিবি'র হাবিলদার শফিউজ্জামান জানান, খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ২০/২৫টি গরু বাংলাদেশে নিয়ে আসার সময় বিএসএফ গুলি ছোড়ে। এতে শ্যামল বুকে গুলিবিদ্ধ হয়ে শূন্য রেখায় লুটিয়ে পড়েন। সহযোগীরা তাকে টেনে হেঁচড়ে বাংলাদেশের ভুখণ্ডে আনার চেষ্টা করলে সেখানেই তার মৃত্যু হয়। পরে তার সহযোগীরা শাহাদত হোসেন মেম্বারের পুকুর পাড়ে শ্যামলের মরদেহ রেখে তারা চলে যায়। সকালে খবর পেয়ে বিজিবি লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।

সর্বশেষ খবর