সোমবার, ২ মার্চ, ২০১৫ ০০:০০ টা
২০ দলের গণমিছিল

বান্দরবানে বিএনপির সংঘর্ষ রংপুরে পুলিশের লাঠিচার্জ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল জেলায় জেলায় গণমিছিল করেছে ২০ দল। রংপুরসহ কয়েক জেলায় মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বান্দরবানে বিএনপির দুই গ্রুপে হয়েছে সংঘর্ষ। রংপুরের পীরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বান্দরবান : জেলায় গণমিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন। বিকালে পৌর মেয়র ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ রেজা ও সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে সংঘর্ষ  বাধে। কুমিল্লা : জেলা শহরে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন মোস্তাক মিয়া, জসিম উদ্দিন, মোস্তফা জামান, শফিউল আলম রায়হান, আতাউর রহমান ছুটি, সাকিনা বেগম ও সাবেরা আলাউদ্দিন। সুনামগঞ্জ : জেলা আইনজীবী সমিতির সামনে থেকে সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে বের হওয়া গণমিছিল পুরাতন বাস স্টেশন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। মিছিলে অংশ নেন হারুন অর রশিদ, আলী আহমদ, অ্যাড. আবুল মজাদ চৌধুরী। এদিকে, গতকাল দুপুরে তাহিরপুর উপজেলা সদরে উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে গণমিছিল বের হয়। অংশ নেন কয়েক হাজার নেতা-কর্মী। ব্রাহ্মণবাড়িয়া : কালী বাড়ি মোড়ে সমাবেশে বক্তব্য দেন হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন। লালমনিরহাট : হাফিজুর রহমান বাবলার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের হয়ে টিএনটি মোড়ে পৌছলে বাধা দেয় পুলিশ। দিনাজপুর : পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় করে বক্তব্য দেন অ্যাড. আবদুল হালিম, মো. মোকাররম হোসেন। বরিশাল : প্রশাসন থেকে গণমিছিলের অনুমতি না পেয়ে বরিশাল নগরীর পোর্ট রোড আইডিয়াল কলেজ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন জোটের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর