সোমবার, ২ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বাসের নিচে ছুড়ে শিশুকন্যাকে হত্যার অভিযোগ, বাবা আটক

বাসের নিচে ছুড়ে শিশুকন্যাকে হত্যার অভিযোগ, বাবা আটক

গোপালগঞ্জে চলন্ত বাসের নিচে ছুঁড়ে শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর বাবাকে আটক করেছে পুলিশ। এছাড়া চার জেলায় উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে চলন্ত বাসের নিচে ছু্ঁড়ে বিশা নামে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবা বিকাশ বিশ্বাসকে আটক করেছে। বিকাশ ভেন্নবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাইম জানান, বিশাকে ঘুরানোর কথা বলে বাবা বাড়ি থেকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নবাড়ি বাসস্টান্ডে এলাকায় নিয়ে আসেন। এ সময় গোপালগঞ্জগামী একটি বাসের নিচে তাকে ছুড়ে মারে। এতে গুরুতর আহত হয় বিশা। ফরিদপুর মেডিকেলে তার মৃত্যু হয়। মাদারীপুর ও দিনাজপুরে ছাত্রের লাশ : কালকিনি পৌর এলাকার ঝাউতলা গ্রামের কলেজছাত্র সুইট বেপারীর লাশ গতকাল নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সুইট একই গ্রামের আলাউদ্দিন বেপারীর ছেলে ও স্থানীয় কলেজের এইচএসসির ছাত্র। এটি হত্যা নাকি আত্দহত্যা জানাতে পারেনি পুলিশ। এদিকে, দিনাজপুরের পার্বতীপুরে ডোবা থেকে মাদ্রাসাছাত্র সোহানুর রহমান সোহানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বাঘাচোরা রহমতনগর গ্রামের আবু সাঈদের ছেলে ও সুন্দরপীর নুরাণী হাফেজিয়া মাদরাসার হাফেজ শাখার ছাত্র। মায়ের দাবি সোহানকে দুর্বৃত্তরা হত্যা করে ডোবায় ফেলে রেখেছে। চট্টগ্রাম ও মৌলভীবাজারে তরুণ : সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকা থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা শ্বাসরোধে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর থেকে নেভী বেগম নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাড়ির পাশে গাছের সঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। নেভী জগন্নাথপুর গ্রামের ইমান আলীর মেয়ে।

 

 

সর্বশেষ খবর