বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে আগুনে ১৯ দোকান ছাই, আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

* ভোলা মাদারীপুর বান্দরবানে ৪৩ দোকান বসতঘর পুড়ে ছাই * তিন কোটি টাকার ক্ষতি

বাগেরহাটে একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভোলায়, বান্দরবান ও মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ৪৩টি দোকান-বসতঘর। এতে তিন কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : মোরেলগঞ্জ উপজেলা সদরে জুতা পট্টিতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান। এতে কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল ভোররাতে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আতঙ্কে স্বর্ণ ব্যবসায়ী রঙ্গলাল কর্মকারের মা পূর্ণিমা রানী (৭০) মারা গেছেন বলে জানান স্থানীয়রা। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০-১২জন। তিনজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ভোলা : চরফ্যাশন উপজেলা বাজারে মঙ্গলবার রাতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বাজারের বটতলা এলাকার নিরালা হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বান্দরবান : সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ২৩টি বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সদর উপজেলার হাফেজ  ঘোনা এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সকালে হাফেজ ঘোনার কালু সওদাগরের ভাড়াটিয়া বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত। মাদারীপুর : শিবচর ও কালকিনিতে মঙ্গলবার রাতে পৃথক অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শিবচরের ডিগ্রিরচর গ্রামের সেকান্দার সরদারের বসতঘরের মশার কয়েল থেকে অগুনের সূত্রপাত হয়ে পাশপাশের পাঁচটি ঘর পুড়ে যায়। এতে কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অপরদিকে কালকিনির এনায়েত নগরে এক কৃষকের বসতঘরসহ পুড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর