শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

না.গঞ্জে নানী ও নাতি নিহত

বিভিন্ন স্থানে আরও ১০

না.গঞ্জে নানী ও নাতি নিহত

নারায়ণগঞ্জে বাসচাপায় অটোযাত্রী নানী ও নাতি নিহত এবং মা ও অটোচালক আহত হয়েছেন। ট্রাকচাপায় নওগাঁয় মোটরসাইকেল আরোহী ও ইটভাটা শ্রমিক, ফরিদপুরে বাসের হেলপার, রূপগঞ্জে একজন নিহত হয়েছেন। টেম্পুর ধাক্কায় লক্ষ্মীপুরে নারী ও চট্টগ্রামে পথচারী, সাভারে বাসচাপায় রিকশাচালক, ঝিনাইদহে পাওয়ার টিলারচাপায় শিশুর প্রাণহানি হয়েছে। টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাসযাত্রীর।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ বন্দরের দেওয়ানবাগ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নাতি কয়েত (৮ মাস) ও নানী রহিমা বেগম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর মা নিপা বেগম ও সিএনজিচালিত অটো-চালক বোরহান। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত পরিবারটি নারায়ণগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে সোনারগাঁ উপজেলার কাজীরগাঁও এলাকায় নিজ বাড়ি যাচ্ছিল। নিহত রহিমা কাজীরগাঁও এলাকার হাজী তোতা মিয়ার স্ত্রী, কায়েত তার নাতি ও আহত নিপা তার মেয়ে। চালক বোরহান উদ্দিন বন্দরের তাজপুর এলাকার বলে জানা গেছে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার দুবাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১৫ যাত্রী। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ১৫ যাত্রীর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নওগাঁ : জেলার মান্দায় ট্রাকের চাপায় লুৎফর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী ও পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৫) নামে ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নবীনগরে সাংবাদিকসহ আহত ২ : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে সমকাল পত্রিকার নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন ও সুহৃদ সমাবেশ নবীনগরের সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল আহত হয়েছেন।

 

সর্বশেষ খবর