শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

জনবল সংকটে খেলাপি ঋণ আদায়ে ধীরগতি

চাঁদপুর কৃষি ব্যাংক প্রধান আঞ্চলিক কার্যালয়ের ২৮টি শাখা সাড়ে ৪১ কোটি টাকা ঋণ বিতরণ করলেও খেলাপি আদায়ের ক্ষেত্রে ধীরগতি লক্ষ্য করা গেছে। ২০১৪-১৫ অর্থবছরে ৪৮ হাজার ৭৬১ জন গ্রহীতার বিপরীতে শস্যসহ অন্য ক্ষেত্রে এ ঋণ বিতরণ করা হয়। ঋণ আদায়ে এ ধীরগতির জন্য জনবল সঙ্কটকে দায়ী করেছেন আঞ্চলিক কর্মকর্তা মো. শহিদুল্লাহ। জানা গেছে, ঋণ বিতরণের বিপরীতে ৩২ কোটি ৮৪ লাখ টাকা আদায় করা হয়েছে। ব্যাংকের মাঠপর্যায়ের কর্মকর্তার ৭৬টি পদ খালি থাকায় স্বাভাবিক কর্যক্রমের পাশাপাশি ঋণ আদায়ের ধারাবাহিকতা রক্ষা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চাঁদপুর মুখ্য আঞ্চলিক কৃষি ব্যাংক কার্যালয়ের হিসাব মতে জেলায় ৪০৭টি কর্মকর্তা-কর্মচারীর পদের বিপরীতে কর্মরত রয়েছে ২৬২ জন।

সর্বশেষ খবর