সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

কলাপাড়ার ২০ লাখ টাকার অবৈধ জাল আটক

কলাপাড়ার ২০ লাখ টাকার অবৈধ জাল আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ফের মৎস্য বিভাগ ও নৌবাহিনীর সদ্যসরা বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে অবৈধ জাল আটক করেছে।

আজ সোমবার বিকোলে আটককৃত জাল গুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাস ও নৌবাহিনী অফিসার ইনচার্জ মো. আজমল হোসেনের উপস্থিতিতে পৌরশহরের হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রাবনাবাদ নদীর চারীপাড়া, পসর বুনিয়া, গাজীর খালসহ অন্যান্য নদী মোহনায় এ অভিযান চালানো হয়। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল, ১০ টি বেহুন্দি জাল, ঘন ফাঁসের বেড়জাল ৫ হাজার মিটার ও মশারীর জাল ১০ হাজার মিটার আটক করেন। তবে অভিযানের টের পেয়ে জেলেরা জাল ফেলে সটকে পড়ে। এর ফলে কাউকে আটক করতে পারেনি জানা গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জাটকা ও চিংড়ি রেনু পোনা নিধন প্রতিরোধে এ অভিযান অব্যহত থাকবে। তবে পুড়িয়ে ফেলা জালগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ ১৫/ সালাহ উদ্দীন 


 

সর্বশেষ খবর