বুধবার, ১৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ছিল গতকাল। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ, র‌্যালি ও দোয়া মাহফিল।
রাজশাহী : সকালে সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে শিশু একাডেমি পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে শিশু একাডেমিতে আয়োজন করা হয় বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দুপুরে কেক কাটা হয় নগর আওয়ামী লীগ কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বিকালে শোভাযাত্রা বের করে জয় বাংলা সাংস্কৃতিক জোট। বরিশাল : নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস। পরে একে এক ফুল দেন ডিআইজি হুমায়ুন কবির, মেট্রো পুলিশ কমিশনার শৈবাল কান্তি, জেলা প্রশাসক শহীদুল আলমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ। জিলা স্কুল প্রাঙ্গণে শিশু সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি প্রমুখ। রংপুর : নগরীর জাহাজ কোম্পানি মোড়ে সভা করে মহানগর আওয়ামী লীগ। মহানগর সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে বক্তব্য দেন মমতাজ উদ্দিন আহমেদ, মোতাহার হোসেন মণ্ডল মওলা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরআগে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় র‌্যালি। বগুড়া : জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ ও শহরে র‌্যালি বের হয়। পরে বগুড়া জিলা স্কুলের আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক হায়াত উদ দৌলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। ব্রাহ্মণবাড়িয়া : জেলা প্রশাসনের উদ্যোগে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন পুলিশ সুপার মনিরুজ্জামান, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। কুমিল্লা : দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন অ্যাড. আতিক উল্লাহ আব্বাসী, আবুল কাশেম রৌশন। এদিকে শিল্পকলা একাডেমীতে আলোচনায় প্রধান অতিথি ছিলেন আকম বাহাউদ্দিন বাহার এমপি। গাজীপুর : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থীদের অংশগ্রহণে র‌্যালি বের হয়। জেলা প্রশাসক নুরুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শিশু মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া ভাওয়াল বদরে আলম কলেজে ৯৬ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এছাড়া ফরিদপুর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নোয়াখালী, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, মেহেরপুর, নীলফামারী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বাগেরহাট, ঠাকুরগাঁও, ফেনী, বরগুনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ, পাবনা, নরসিংদী ও পিরোজপুরে জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছিলা নানা আয়োজন।

সর্বশেষ খবর