বুধবার, ১৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ১১টি হত্যা, ২০টি ডাকাতি ও বেশ কয়েকটি চাঁদাবাজিসহ মোট ৪১টি মামলা রয়েছে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিও ছিলেন। তবে এ ব্যাপারে নিহত ইউনুস আলীর স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, ইউনুসের বাড়ি কেশবপুর উপজেলার ভাল্লকঘর গ্রামে। বাবার নাম ইয়াকুব আলী খাঁ। যশোর পুলিশের মুখপাত্র সিনিয়র এএসপি (সদর সার্কেল) রেশমা শারমিন দাবি করেন, গতকাল (সোমবার) রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় রজনীগন্ধা পেট্রলপাম্পের কাছে রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও ককটেল ছুড়তে থাকে। তখন পুলিশও গুলি চালায়।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে দুর্বৃত্তরা ইউনুস আলীর লাশ ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার ইউনুস আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে রামদা, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর