বুধবার, ১৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝিনাইদহ সদর উপজেলায় নরসিংহপুর গ্রামে আজ দুপুরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। এসময় দু’টি ইটভাটায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশ মোতাবেক আজ দুপুর ১টার দিকে সদর উপজেলার নরসিংহপুর গ্রামের একতা ও সততা ব্রিকস নামে দু’টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো ও পরিবেশ নষ্ট করায় ইট প্রস্তুত সম্পর্কিত আইন ২০১৩-এর ৪ ও ৫ ধারা মোতাবেক ভাটা দু’টিতে ৩৫ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ইট ভাটার চিমনি ভেঙ্গে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ২০১৫/শরীফ

সর্বশেষ খবর