বুধবার, ১৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আদালত চত্বরে ককটলে বিস্ফোরণ

আদালত চত্বরে ককটলে বিস্ফোরণ

রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী জেলা জজ আদালত ভবনের পাশে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালতে আগত মানুষ আতঙ্কে বিভিন্ন দিকে ছুটাছুটি শুরু করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অবরোধ ও হরতাল সমর্থক বিএনপি জামায়াত-শিবির চক্র আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এদিকে, আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বারের আইনজীবীরা। রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী জানান, আইনশৃংখলা বাহিনীর দায়িত্বে অবহেলার সুযোগ পেয়ে দুর্বৃত্তরা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আদালতে কঠোর নিরাপত্তার দাবি জানান।

বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ২০১৫/শরীফ

সর্বশেষ খবর