বুধবার, ১৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

হরতাল অবরোধে জনজীবন স্বাভাবিক, গ্রেফতার ৮

হরতাল অবরোধে জনজীবন স্বাভাবিক, গ্রেফতার ৮

বগুড়ায় ২০ দলের ডাকা হরতাল অবরোধে জনজীবন স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকেই শহরের অধিকাংশ মার্কেটে দোকানপাট খোলা ছিল ও অফিস আদালত ব্যাংক, বীমা অফিসে যথারিতি লেনদেন হয়েছে। এদিকে পুলিশের অভিযানে জামায়াতের নেতাসহ ৮ জন গ্রেফতার হয়েছে।

২০ দলীয় জোটের অব্যাহত হরতাল অবরোধে বগুড়ায় আজ কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই শহরে রিক্সা ভ্যান, অটো চার্জার, সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করেছে। শহরের বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। যানজটের কারণে ভোগান্তিতে পড়ে শহরবাসী। ট্রেন চলাচল স্বাভাবিকসহ দূরপাল্লার যানবাহন চলাচল করেছে।

এদিকে, মঙ্গলবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে অগ্নিসংযোগ করে। রাত পৌনে ৯টায় বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান এলাকার উত্তরণ ফিলিংষ্টেশনের সামনে বাসের নিচে মোমবাতি জ্বালিয়ে মেরামত কাজ চলছিল বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আবুল বাসার। মোমবাতি জ্বালিয়ে কাজ করার সময় অসাবধানতা বসত গাড়িতে আগুন লেগে যায় বলে তিনি জানান।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলা পুলিশের অভিযানে সদর উপজেলার গোকুল ইউপি সদস্য ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ ৮ জন গ্রেফতার হয়েছে। এছাড়া জেলায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রয়েছে। নাশকতা প্রতিরোধে বগুড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক প্রহরায় আছেন।

বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ২০১৫/শরীফ
 

সর্বশেষ খবর