শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

কিশোরগঞ্জে খাবার পানির আকাল

খাবার পানির তীব্র সংকটে রয়েছেন কিশোরগঞ্জের বিভিন্ন গ্রামের মানুষ। অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না। অনেক নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের খিরারচর গ্রামে ২১টি অগভীর নলকূপ এ মৌসুমের তিন মাস অকেজো থাকে। ফাল্গুন থেকে বৈশাখ এ তিনমাস নলকূপগুলোতে পানি উঠে না। গ্রামের একটিমাত্র নলকূপ দিয়ে অতি সামান্যই পানি আসে। আর এ পানি নিতে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে নারী-পুরুষের লাইন। এ গ্রামের স্কুল শিক্ষক আনোয়ার জানান, শুধু খাবার পানিই নয়, কাপড় ধোওয়া থেকে রান্নাবান্নার কাজেও পানির সংকট রয়েছে। পানির অভাবে জমিতে সেচ দিতে পারছে না কৃষক। পানির স্তর নিচে নেমে যাওয়া পানি সংকটের মূল কারণ বলে মনে করেন কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তোজাম্মেল হক।
 আর পানির অপচয় রোধ এবং এ লক্ষ্যে জনসচেতনতাও দরকার বলে তিনি মনে করেন।  


 

সর্বশেষ খবর