শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

উৎসবমুখর পরিবেশে পুণ্যস্নান

উৎসবমুখর পরিবেশে পুণ্যস্নান

কুমিল্লার গোমতী নদীতে পুণ্যার্থীদের ঢল -বাংলাদেশ প্রতিদিন

দেশের বিভিন্ন স্থানে মহাঅষ্টমীর তিথিতে চলছে পুণ্য স্নান। সনাতন ধর্মমতে মহাঅষ্টমীতে রাবন বাসন্তি পূজা করতেন। মহাঅষ্টমীতে জলে স্নান করে পাপ মোচন এবং পুণ্য অর্জনের জন্য পথ দেখিয়েছেন রাবন। তার দেখিয়ে যাওয়া মতে বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা গতকাল ভোর থেকে শুরু হওয়া তিথিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়াইশ’ বছরের পুরনো দুর্গা সাগরে গিয়ে পূজা-অর্চনা এবং স্নান করেন। শুক্রবার ভোর থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান ঘাটে গোমতী নদীতে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশের দূর-দূরান্ত হতে হাজারো পুণ্যার্থী ভিড় জমান। জামালপুরের ব্রহ্মপুত্র নদতীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব অষ্টমী স্নান। এ উপলক্ষে শুক্রবার ভোর থেকে মানুষের ঢল নামে ব্রহ্মপুত্র নদতীরে। দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক হিন্দু ধর্মালম্ববী পুণ্যার্থীর সমাবেশ হয় জামালপুরে।

সর্বশেষ খবর