রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

শাহজাহানপুরে ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলি

বগুড়ার শাহজাহানপুরে বালু সরবরাহ করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলি বর্ষণ ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। উপজেলার বেতগাড়িতে বগুড়া জেলা ছাত্রলীগের সদস্য শাকিলুর আলম শাকিল ও শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন গ্রপের মধ্যে গতকাল এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শাকিলুর আলম বেতগাড়ী নর্দান হ্যাচারিতে নিয়মিত বালু সরবরাহ করে আসছেন। কিন্তু আলমগীর হোসেন এই বালু ব্যবসার অংশীদারিত্ব দাবি করলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গতকাল শাকিলসহ ৫-৬ জন নর্দান হ্যাচারির সামনে ফাঁকা জায়গায় অবস্থান করছিলেন। এ সময় আলমগীর ও সরকারি শাহ সুলতান বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎসহ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন শাকিল। তাদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও জানান তিনি। অভিযোগ অস্বীকার করে আলমগীর জানান, বালু ব্যবসা সংক্রান্ত বিষয়ে শনিবার বৈঠক বসার কথা ছিল। দুপুরে তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে ওই স্থানে পৌঁছামাত্র ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম ও ছাত্রলীগ নেতা শাকিলসহ ৩০-৪০ জন তাদের লক্ষ্য করে গুলি চালায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শাহজাহানপুর থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। তবে বালু সরবরাহ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।

গৌরনদীতে হামলা ভাঙচুর : গৌরনদী প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদীর মাহিলাড়ায় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বিরুদ্ধে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। গতকালের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, 'হামলা ও ভাঙচুরের বিষয়ে আমি বা আমার সমর্থকরা কিছুই জানি না।' পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা সোহান ইসলাম মনির বাড়ি যাওয়ার সময় পিকলু ও তার সমর্থকরা চর থাপ্পর মেরেছেন। এ সময় মনিরের মোটরসাইকেলটি পুকুরে পরে যায়।

 

সর্বশেষ খবর