মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সম্পত্তি দখলে নিতে ঘরে তালা

সম্পত্তি দখল নিতে একটি পরিবারকে মারধর করে বের করে দিয়ে ঘরে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই পরিবারটি বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে। ভুক্তভোগী রাজকুমারী বীনের অভিযোগ, স্বাধীনতার বহু আগে থেকে সদর উপজেলার জেলখানার চর ৪৬৯৩ দাগের ৭৯৯ খারিজ খতিয়ানে ৪০ শতাংশ ভূমির মালিক ও দখলদার তার স্বামী গনেষ বীন। সম্প্রতি শহরের কাচিঝুলি গণপূর্ত বিভাগের অফিস পিয়ন মোয়াজ্জেম হোসেন ওই সম্পত্তি দখল নিতে পাঁয়তারা শুরু করে। বিষয়টি টের পেয়ে গত ১২ ফেব্রুয়ারি কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন রাজকুমারী বীন । এতে মোয়াজ্জেম ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিলে গত ৬ মার্চ থানায় আরেকটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাটি তদন্ত করে সত্যতা পেলে স্থানীয় গণমান্যরা মোয়াজ্জেমকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু গত ২৮ মার্চ রাতে মোয়াজ্জেম দুই লাখ টাকা দাবি করে ওই পরিবারটিকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ও কোতয়ালি মডেল থানার এসআই মাহাবুব বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্থানীয় একটি চক্র মীমাংসার কথা বলে বিষয়টিকে জটিল করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর