শিরোনাম
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫ ০০:০০ টা
ওষুধ কারখানা ও বন্দরে আগুন

এক শ্রমিকের মৃত্যু আহত ১৫

বরিশাল নগরীর বগুড়া রোডে অপসোনিন ফার্মা লিমিটেডে এবং গৌরনদীর টরকী বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও ১৫ জন। অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। জানা যায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে অপসোনিন কারখানার প্যাকেজিং শাখায় আগুন লাগে। এতে তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত এ শাখার মালামাল পুড়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো কারখানা। এ সময় শ্বাস বন্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং পাঁচজন অসুস্থ হন। নিহত শ্রমিক নেছার পটুয়াখালীর গলাচিপার আবুল প্যাদার ছেলে। অসুস্থদের শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরে অগ্নিকাণ্ডে ছয়টি গুদামসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি বসতঘর পুরোপুরি এবং তিনটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার রাত ৩টার দিকে সূত্রপাত হওয়া এ আগুন নেভাতে গিয়ে হয়েছেন ১০ জন। অগ্নিকাণ্ডে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের ছাগল হাটের রশিদ পাইকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। মূহূর্তে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
কিশোরগঞ্জে তুলা কারখানা ছাই : কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কারখানা মালিক। শহরের গাইটাল এলাকায় জাকের তুলা রিপিয়ারিং কারখানায় গতকাল বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর