শিরোনাম
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ট্রাকচাপায় দুই পরীক্ষার্থী নিহত

৯ জেলায় আরও ১১ প্রাণহানি

টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া নয় জেলায় সড়ক দুর্ঘনায় আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। নোয়াখালীতে অটো-পিকাপ সংঘর্ষে আহত হয়েছেন আটজন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যোগারচর নামক স্থানে গতকাল ট্রাকচাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ চারজন। নিহতরা হলেন মর্জিনা আক্তার ও এলিজা আক্তার। গতকাল দুপুরে পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের রাণিহাটিতে ট্রাকচাপায় বারিকুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বারিকুল শিবগঞ্জের সাত রশিয়া গ্রামের নাইমুলের ছেলে। অপরদিকে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন আসমাউল নামে এক যুবক। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে মাইক্রোবাস-টেম্পোর সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। খুলনা : খানজাহান আলী সেতুতে ট্রাকচাপায় স্কুলছাত্র অমিত হাসান রাকিনের মৃত্যু হয়েছে। অমিত খুলনা মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ও মহানগরীর লায়ন্স স্কুল এলাকার ব্যবসায়ী জাকিরের ছেলে। বগুড়া : জেলা শহরের গোকুলে ট্রাকচাপায় স্কুলছাত্র রিয়াদ নিহত হয়েছে। রিয়াদ গোকুল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও গোকুল উত্তরপাড়ার মিলনের ছেলে। নওগাঁ : নিয়ামতপুরে বাসচাপায় ইসরাইল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। ইসরাইলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। কিশোরগঞ্জ : করিমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আরিফ নামে এক কিশোর নিহত হয়েছেন। গতকাল উপজেলার বেপারিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ : নবীগঞ্জের দিনারপুরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক ইমদাদুর রহমানের মৃত্যু হয়েছে। ইমদাদুর দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা। ফরিদপুর : বোয়ালমারীতে বাসচাপায় আহত উপজেলার মুড়াইল আখালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম গতকাল ঢাকা মেডিকেলে মারা গেছেন। মুন্সীগঞ্জ : গজারিয়ার বাউশিয়া পাখির মোড়ে কাভার্ড ভ্যান চাপায় আরজা বেগম নামে এক পথচারী নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর