বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ ইউএনওর গাড়ি ভাঙচুর

বিদুৎ সংযোগ দেওয়া নিয়ে জামালপুরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ হয়েছে। এ সময় ইউএনওর গাড়ি ভাঙচুর করে জনতা। বরিশাল ও ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘাতের ঘটনা ঘটেছে। নাটোর ও পাবনায় সংঘর্ষে আহত হয়েছেন ২৬ জন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুরে বিদুৎ সংযোগ দেওয়া নিয়ে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। জামালপুর সদরের চরপাড়া থেকে চর গজারিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের পর চরপাড়ার সজল মিয়ার বাধায় এক বছর ধরে সংযোগ দিতে পারছিল না পলি্লবিদ্যুৎ সমিতি। গতকাল প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে সমিতির কর্মীরা সংযোগ দিতে গেলে সজলের নেতৃত্বে গ্রামবাসী তাদের ওপর হামলা চালিয়ে ইউএনওর গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে বাধে। বরিশাল ঝিনাইদহে আওয়ামী লীগের : বরিশালের হিজলায় খেয়াঘাট ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে ছাত্রলীগ-যুবলীগের একাংশের হাতে লাঞ্ছিত হয়েছেন হরিণাথপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক তৌফিকুর রহমান। উপজেলা পরিষদ চত্বরে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান সমর্থক এবং তার ওপর হামলাকারী ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার হুদাপুটিয়ায় গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা তাসির ও বিশারত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। নাটোরে মেলায় সংঘর্ষ : সিংড়ায় বউমেলায় নাগর দোলাতে চড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। পৌর শহরের সরকার পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া : পাবনার সাঁথিয়ায় পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। উপজেলার নাগডেমরা গ্রামের সালাম ও বাবুল গ্রুপের মধ্যে গতকাল এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর