বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চাঁপাই ও চট্টগ্রামে নিখোঁজ তিন শিক্ষার্থীর লাশ

নারায়ণগঞ্জে ছেলেকে না পেয়ে বাবাকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চারদিন পুর দুই স্কুলছাত্রী এবং চট্টগ্রামে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে খুন হয়েছেন আরও সাতজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রী লতিফা (৯) ও অাঁখির (৯) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশে ভুট্টাখেত থেকে গতকাল লাশ দুটি উদ্ধার করা হয়। তারা চর বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। শিবগঞ্জেরর চর কানছিড়া ডাক্তারপাড়ার লতিফের মেয়ে লতিফা ও আশরাফুল আলমের মেয়ে অাঁখি গত শনিবার স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শিক্ষকরা জানিয়েছিলেন, ওই দিন তারা স্কুলে আসেনি। পরদিন এ ব্যাপারে শিবগঞ্জ থানায় জিডি করেন স্বজনরা। এদিকে একই উপজেলার পুষ্কনি এলাকায় ওলিউল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম : আকবর শাহ থানার উত্তর কাট্টলি থেকে গতকাল এইচএসসি পরীক্ষার্থী সমীর দত্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিখোঁজ ছিলেন বলে মঙ্গলবার থানায় জিডি করেছিল তার পরিবার। সমীর উত্তর কাট্টলির শ্যামল দত্তের ছেলে। তবে কতদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন সে বিষয়ে জানা যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে না পেয়ে বাবা গিয়াসউদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল চারজনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পশ্চিম সস্তাপুরের ঠিকাদার আমীরের মুরগী চুরি হয়। চুরির অপবাদ দিয়ে কয়েকজন ওই এলাকার মেহেদীকে তার বাড়ি থেকে ধরে আনতে যান। তাকে না পেয়ে বাবা গিয়াস উদ্দিনকে এলোপাতাড়ি পেটায় তারা। রাতেই ঢাকা মেডিকেলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাট : আদিতমারীতে গৃহবধূ জরিনা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার গোবর্ধন বাহাদুরপাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী অভিযুক্ত আবদুল খালেক ও ছেলে জসিমকে আটক করেছে পুলিশ। বেনাপোল : যশোরের বেনাপোলের শিবনাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল চাচা রমজান আলী ভাতিজা জামালকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জামাল একই এলাকার মিজানুর রহমানের ছেলে। গাইবান্ধা : সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই আবদুর রহমানের হাতে আতোয়ার রহমান খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাজারপাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় অটোচালক ওমর আলীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ছাইছাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওমর ওই এলাকার আব্বাছ আলীর ছেলে।

সর্বশেষ খবর