শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এমপি প্রমুখ। সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়। বগুড়া : শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা অ্যাড. আমান উল্লাহ আমান, অ্যাড. জাকির হোসেন নবাব। ব্রাহ্মণবাড়িয়া : বেলা ১১টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন পার্বত্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। মাগুরা : সকালে জেলা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম। পঞ্চগড় : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আযমের সভাপতিত্বে বক্তব্য দেন আবু তোয়াবুর রহমান, মির্জা আবুল কালাম দুলাল। রাজশাহী বিশ্ববিদ্যালয় : সকালে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।

 

সর্বশেষ খবর