শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

শ্লীলতাহানি ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি

শ্লীলতাহানি ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি

পয়লা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শ্লীলতাহানির ঘটনায় গতকাল বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রাজশাহী : খেলাঘর রাজশাহী জেলা শাখার উদ্যোগে সকালে নগরীর বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এনামুল হক, আহসান কবীর লিটন, অধ্যাপক কামরুজ্জামান, কাজী শাহেদ প্রমুখ। বগুড়া : বিকেলে শহরের সাতমাথা চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। এ সময় বক্তব্য রাখেন জিন্নাতুল ইসলাম, হাফিজ আহমেদ, মাহমুদুস সোবহান মিন্নু, এবিএম জিয়াউল হক বাবলা, নিভারানী সরকার পূর্ণিমা, আরিফুল হক খান রনিক প্রমুখ।

রাজবাড়ী : সকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়েছে। এ সময় বক্তব্য দেন অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, শিপ্রা রায়, ডা. পূর্ণিমা দত্ত প্রমুখ।

 

সর্বশেষ খবর