শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
পহেলা বৈশাখে নারী নির্যাতনের প্রতিবাদে

সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বের হওয়া ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।  মিছিলটি পুরাতন বাস স্টেশন এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধার মধ্যে পথসভা করেন ছাত্রদল নেতা-কর্মীরা।

পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, সদর উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদল সভাপতি আজিজুর রহমান সৌরভ।

পথসভায় ছাত্রদল নেতারা বলেন, বর্তমান সরকারের হাতে মা-বোনদের উজ্জতও আজ নিরাপদ নয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নারীর ওপর যেভাবে আদিম কায়দায় হামলা হয়েছে তা গোটা জাতিকে আহত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইননের আওয়ায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তরুণ দলের সভাপতি আব্দুল কাদিল বাবলু, সাবেক ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম রাজু, মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা শরিফ, আলম, মানিক, পাবেল, ওবায়দুল, উৎপল, জনি, হেলাল, হাসান, রাহুল, শ্রাবণ, সুমন প্রমুখ।  
 

 

বিডি-প্রতিদিন/ ১৮ এপ্রিল, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর