রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বিচারক ও এজলাস সংকটে বিচার কার্যক্রমে ধীরগতি

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট আদালতসমূহে বিচারক ও এজলাস সংকটের কারণে বিচারিক কার্যক্রম চলছে ধীরগতিতে। বর্তমানে ৪৭ হাজার ২২৭টি মামলা বিচারাধীন। এর মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসমূহে মামলার সংখ্যা ১৮ হাজার ৪৫২। জানা গেছে, সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে ৯ বিচারকের মধ্যে নিয়োজিত রয়েছেন ছয়জন। এর মধ্যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২টি পদ শূন্য রয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ শূন্য থাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক নিতাই চন্দ্র সাহাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া জেলা ও দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ এবং সহকারী জজ আদালতের ১২ বিচারকের মধ্যে ছয় বিচারকের পদ শূন্য। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি শেখ মিজানুর রহমান জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক নিতাই চন্দ্র সাহা গত বছর অক্টোবর মাসে যোগদানের পর ৬ মাসে ১৫০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। তারা জানান, এর আগের ছয় মাসে (গত বছর এপ্রিল থেকে সেপ্টম্বর পর্যন্ত) মামলা নিষ্পত্তি হয়েছিল ৬৪টি। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ওসমান গনি ও অতিরিক্ত পিপি আজহার হোসেন জানান, নির্মাণাধীন এজলাস ভবনের কাজ সম্পন্ন এবং শূন্যপদের বিপরীতে বিচারক নিয়োগ পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব।

সর্বশেষ খবর