মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চার জেলায় চার হত্যা

পটুয়াখালী, রাজশাহী, ঝালকাঠি ও গাজীপুরে খুন হয়েছেন চারজন। এছাড়া মাদারীপুর, নারায়ণগঞ্জ ও দিনাজপুরে উদ্ধার করা হয়েছে তিনজনের লাশ। প্রতিনিধিদের খবর-

পটুয়াখালীতে সাবেক সেনা সদস্য : দুমকি উপজেলায় সোমবার রাতে সাবেক সেনা সদস্য জামাল সিকদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার মৌকরন এলাকার কার্তিকপাশা থেকে গতকাল তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। রাজশাহীতে যুবক : জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই হানিফ হোসেনের কোদালের কোপে আতাবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাগমারা উপজেলার কোনাবাড়ি এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। ঝালকাঠিতে গৃহবধূ : কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া থেকে নিখোঁজ গৃহবধূ রুমানা আক্তারের লাশ তিন দিন পর গতকাল উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে যুবক : মহানগরীর ফনিরটেক এলাকায় নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নয়নের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তিন জেলায় লাশ উদ্ধার : মাদারীপুরের শিবচরের কাঠালবাড়িতে পদ্মা নদী থেকে গতকাল স্কুলছাত্র মেহেদী হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেদী হাজী আ. জব্বার কান্দি গ্রামের সাহেদের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল আকাশি ও মিষ্টি রংয়ের শাড়ি ও হলুদ ব্লাউজ। অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর