মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
বজ্রপাতে তিন জেলায় ছয়জনের মৃত্যু

নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষতি

নওগাঁয় কালবৈশিখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া নেত্রকোনার কেন্দুয়া, কিশোরগঞ্জের ইটনা ও গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার এসব ঘটনা ঘটে। নওগাঁ প্রতিনিধি জানান, তৃতীয় দফায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে মান্দা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলাসহ বিস্তীর্ণ এলাকার ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে অসংখ্য ঘর-বাড়ির টিনের চালা ছিদ্র হয়ে গেছে। উড়ে গেছে অনেকের টিনের চালা। ওইসব এলাকার মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে ওই তিন উপজেলায় শুধু ফসলের ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকার। রবিবার বিকাল থেকে এই ঝড় শুরু হয়। রাত দশটার দিকে মাত্রা আরো বেড়ে যায়। এ সময় অঝোর ধারায় পড়ে শিলাবৃষ্টি। এর স্থায়িত্ব ছিল প্রায় ১৫ মিনিট। নেত্রকোনা : স্কুল থেকে ফেরার পথে কেন্দুয়া উপজেলার শুনরাকান্দা গ্রামের আলিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ও গৈচাষিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে রাসেল বজ্রপাতে মারা যায়। তারা মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ৭ম শ্রেণীর ছাত্র ছিল। এছাড়া বিকালে জমিতে ধান কাটার সময় একই উপজেলার রায়পুর গ্রামের সোয়াব মিয়ার ছেলে আতিকুল হক মারা যান। এছাড়া বজ্রপাতে কিশোরগঞ্জের ইটনায় রতন মিয়া ও সাবিদ ভূইয়া নামে দুই কৃষক এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে আলম মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সর্বশেষ খবর