মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

শেরপুরে আড়াইশ’ চালের বস্তা লুণ্ঠন, গ্রেফতার ২

শেরপুরে আড়াইশ’ চালের বস্তা লুণ্ঠন, গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে লুট হওয়া প্রায় আড়াইশ’ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে জামনগর গ্রামের শুকুর মাহমুদ তালুকদারের ছেলে আতাউর রহমান তালুকদার (৩২) ও একই ইউনিয়নের শোলাকুড়ি গ্রামের মৃত লিখন সেখের ছেলে মেছের আলী সেখকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল থেকে লুট করা চাল উদ্ধারে অভিযান শুরু করা হয়। পরে আটককৃত আতাউর রহমান তালুকদারের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ২৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী মেছের আলীকেও আটক করা হয়। তারা জনৈক গাজি ওরফে গাজিউর রহমানের কাছ থেকে চালগুলো ক্রয় করেন। ক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার পৌরশহরের অদূরে দুবলাগাড়ী চকপোতা এলাকায় অবস্থিত হযরত শাহজালাল বাছাই মিলে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে ৩০০ বস্তা চাল লুটে নেয়।  

বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল ২০১৫/শরীফ

 

সর্বশেষ খবর