শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্পে কেরানীগঞ্জে বহু ভবনে ফাটল

ভূমিকম্পে কেরানীগঞ্জে বহু ভবনে ফাটল

ভূমিকম্পে ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে বেশ কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে এক নারী জ্ঞান হারিয়ে ফেলেন। আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় দু মিনিট স্থায়ী ভূমিকম্পে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিসসহ বহুতল ভবনগুলো থেকে মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় তাদের চোখে মুখে ভয় আর আতঙ্ক দেখা যায়। ভূমিকম্পের পর বহুতল ভবনে অবস্থিত বেসরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দেয়া হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, আগানগর ইউনিয়নের ‘ইস্পাহানী আবাসিক এলাকা’র হাজী ইয়াকুব আলীর মালিকানাধীন ৫ তলা বিশিষ্ট ‘ইয়াকুব ভবন'সহ বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। কেজি শাহ ডক এলাকায় ইউসুফ মিয়ার মালিকানাধীন ৬ তলাবিশিষ্ট একটি ভাড়া বাড়ি সামান্য কাত হয়ে গেছে। এছাড়াও কালিগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়াসহ বেশ কিছু এলাকার বহুতল ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে।

এদিকে, ভূমিকম্প শুরু হলে চুনকুটিয়ার একটি স্কুল ভবন থেকে আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে এক নারী জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর অবশ্য তার জ্ঞান ফিরে আসে।

বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর