মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

দুই শতাধিক গরিব অন্ধত্ব থেকে আলোয় ফিরেছেন

দুই শতাধিক গরিব অন্ধত্ব থেকে আলোয় ফিরেছেন

অন্ধত্ব ঘোচানো রোগীরা -বাংলাদেশ প্রতিদিন

বাগেরহাটে দুই শতাধিক গরিব অসহায় বৃদ্ধ নারী-পুরুষ অন্ধত্ব থেকে আলোয় ফিরেছেন। ঢাকা লায়ন্স ফাউন্ডেশন হাসপাতালে সফল অস্ত্রোপাচার ও অপারেশন শেষে তারা সোমবার সকালে নিজ নিজ বাড়ি ফিরে এসেছেন। দুই শতাধিক রোগীর মধ্যে রয়েছেন ৪০ জন নেত্রনালী, ২৭ জন টেরিজম (মাংস বৃদ্ধি) ও অন্যরা সকলেই ছানি অপারেশনের রোগী। রামপালের পেড়িখালী গ্রামের মেহেরুন্নেছা, গৌরম্ভার জেসমিন আরা, মংলার শিখা মিস্ত্রী বলেন, ‘দীর্ঘদিন চোখে দেখতে পেতাম না। বিনামূল্যে চক্ষু শিবিরে গিয়ে অন্যের হাত ধরে বাসে উঠা ও ঢাকায় যাওয়া এবং অপারেশন শেষে দুই চোখে আলো দেখতে পেয়ে বাড়ি ফিরে আসা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। গত ২ জানুয়ারি রামপালের ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও মংলার সাহেবের মেঠে দুই দিনব্যাপী বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ছানি, নেত্রনালী, টেরিজম (চোখের মাংস বৃদ্ধি) অপরেশনের জন্য রোগী বাছাইয়ের জন্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রায় ৫ হাজার রোগীর প্রাথমিক চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। অপরেশনের জন্য দুই শতাধিক রোগী বাছাই করা হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে এদের অপারেশনের বিলম্ব হয়। পরে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে ১৫ এপ্রিল থেকে রোগীদের ঢাকায় এনে অপরেশন করানো শুরু হয়। অপারেশন শেষে সকল সুস্থ রোগী রবিবার নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর