মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্প আতঙ্কে শ্রমিকরা কয়েকটি কারখানা ছুটি

ভূমিকম্প আতঙ্কে সাভারের আল মুসলিম গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের একটি অংশ গতকালও কারখানার প্রবেশ না করে মূল ফটকের বাইরে অবস্থান নেন। ভবন ধসে পড়তে পারে এমন শঙ্কায় তারা ভেতরে প্রবেশ করেনি বলে জানা গেছে। এদিকে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের পুরাতন জোনের এলজেড ফ্যাশন ও এ্যালায়েন্স গার্মেন্ট, জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেড, গ্রিন লাইফ ক্লথিং এবং জিরানী এলাকার ডরিন কাখানার শ্রমিকরাও গতকাল সকাল থেকে আতঙ্কে বাইরে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক করতে দি রোজ ড্রেসের মালিক ও বিজিএমইর সভাপতি আতিকুল ইসলাম শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক করে কাজে যোগ দেওয়ার আহবান জানান। কর্তৃপক্ষ শ্রমিকদের মাইকিং করেও ভেতরে প্রবেশ করাতে না পেরে গতকালের জন্য ওইসব কারখানা ছুটি ঘোষণা করেন। সাভার ও আশুলিয়ায় দায়িত্বরত শিল্প-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিকদের মধ্যে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করায় তারা কারখানার ভিতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে। এ অবস্থায় কোনো প্রকৌশলী টিম সাভার ও আশুলিয়া অঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ভবনরে গুণগত মানের রিপোর্ট দিলে শ্রমিকদের ভয় দূর হবে। এদিকে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েত রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর