সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

সালিসে গ্রামছাড়া পরিবার ৪ দিন পর নিজ বাড়িতে

বরিশালের গৌরনদী উপজেলার রামনগর গ্রামে পরকীয়া প্রেমের ঘটনায় গ্রাম্য সালিসে দুটি পরিবারকে মোটা অংকের জরিমানা এবং শারীরিক নির্যাতন করে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পর কিশোরীর পরিবারকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল নির্যাতিত কিশোরী বাদী হয়ে কথিত সালিসদারসহ ১২ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি বাচ্চু ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, রামনগর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী এক সন্তানের জনক শহীদের সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর পরকীয়া প্রেম হয়। অবৈধ মেলামেশার একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল দেওয়ান, স্থানীয় আবুল হোসেন, বাচ্চু ফকির ও মতিন খলিফার নেতৃত্বে সালিস বৈঠক বসে। শহীদের বোন রুনু বেগম জানান, সালিস বৈঠকে তার ভাইকে অমানবিক নির্যাতনের পর পিঠমোড়া করে বেঁধে রাখা হয়। একপর্যায়ে অন্তঃসত্ত্বা কিশোরীর অপারেশন ও থানা পুলিশ ম্যানেজের নামে তার ভাইকে ৩০ হাজার টাকা জরিমানা করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন তারা। একইভাবে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় কিশোরীর পরিবারেরও। এ সময় সালিস বৈঠকে উভয় পরিবারের সদস্যদের গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গৌরনদী থানার ওসি জানান, গণমাধ্যম কর্মীদের কাছে খবর পেয়ে তিনি সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল বরিশাল নগরী থেকে কিশোরীসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করেন। শহীদের পরিবারকে খুঁজে তাদেরও নিজ ভিটায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল দেওয়ান ও প্রভাবশালী আবুল হোসেন ফকির মুঠোফোনে সালিস বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, সিদ্ধান্ত দিয়েছেন এলাকাবাসী। এতে তাদের কোনো হাত ছিল না।

সর্বশেষ খবর