শুক্রবার, ২২ মে, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ

বগুড়ায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ

ফাইল ছবি

বগুড়ায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে জেলার বাসিন্দাদের। প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরমে জনজবীন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস  একদিন আগে বৃহস্পতিবার ছিল সর্বেচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। বগুড়া আবাহাওয়া অফিসের উচ্চ পর্যক্ষেকক নুরুল ইসলাম এ তথ্য দেন।

এদিকে, প্রচণ্ড গরমে মানুষ, পশু পাখিসহ সকল প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। অন্যান্য ছুটির দিনের চেয়েও শহরের রাস্তাঘাট ছিল তুলনামূলক ফাঁকা।
বগুড়া শহরের নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আনিছুর রহমান জানান, অন্যান্য ছুটির দিনের চেয়ে আজকের চিত্র ভিন্ন। একদিকে ক্রেতা কম অপরদিকে প্রচণ্ড গরম।

বগুড়া শহরের সাতমাথা এলাকার শ্রমিক নুরুল আমিন জানান, গত দিনগুলোর চেয়ে শুক্রবার বেশি গরম অনুভুত হচ্ছে। সকাল থেকে রোদের তাপদাহ বেড়েছে।

বিডি-প্রতিদিন/২২ মে ২০১৫/শরীফ

সর্বশেষ খবর